ম্যান-গ্রোভ
খুঁড়ে নাও
গ্রহের ঝিনুক
শ্বাপদের গাঙমাটি, চিলে...
ঠুকরে খেয়েছে
মোহনাটি
কালবেলা অচেনা মিছিলে
মেঘে মেঘে
জলের গরজ
খাঁজকাটা, কাছিমের স্তর
ঘরিয়াল,
বোঝে সোঁদামাটি
নোনাজলে ভাসা বিস্তর।
বুঝে নাও
অচেনা শামুক
চাবুকে মোড়ানো কাফ্তান
রোদছায়া
বোঝেনা শালুক
মেঘ আর ছেঁড়া সাম্পান।
বিভবে বাতাস
তবু জানি,
কানীন শোকের মত ভাণ।
খুঁজে নাও
মৃদু চোরাবালি
সুন্দরী বাঘিনীর ঘ্রাণ।
নীরবতা
চুপ!
অসুখ, তাই বলছিনা আর কথা
মেঘ জানেনা ভাতের নীরবতা
ছন্দ জানে মুক্তি, অনুস্টুপ।
রাত হলে পর চাগড়ে ওঠে ব্যাথা
মাথার বালিশ লিখেছে রূপকথা
শরীর জুড়ে বসানো নলকূপ।
টুপ!
দু’চার ফোঁটা জলের ধারায় নদী
শাঙন মেঘে ভাবনা নিরবধি
হাওয়ায় নাকি কাঠটগরের ধূপ!
উফ্!
নিটোল বুকে জলতুলসী ছবি
বিটকেলে গান শোনায় কোনো কবি
শিকলিকাটা তোতার অভিরূপ।
রাতবিরেতে কান পাতে’কি কেউ
পাঁজর ভেজায় সাতসাগরের ঢেউ
হৃদয় জুড়ে হাজার বোধিস্তূপ
চুপ!
এক্কেবারে চুপ!
