বক ধর্ম
বহুপথ পার হয়ে এসে শেষে পেয়েছি বকের ডানা,
উড়ে যাবো উড়ে যাবো এ জীবন ছেড়ে
এই মাঠ ঘাট বিল-
যতটা প্রয়োজন তার ঢের গুণ টানা অজানা রয়ে যায় সবই।
ঝুপ ঝুপ অন্ধকারে ঝুম মেরে বসে আছে বক
ধর্মের সারস মুখে এঁটেছে কুলুপ, আমার হাত ধরো, চামড়ায় স্পর্শকাতরতা লজ্জা ঘৃণা ভয়, বকেরা সাহস দিলে হতে পারি নশ্বর-হা ঈশ্বর ধর্মের ডানা ছিঁড়ে খায় মাকড়
আমি আর বক ডানা মেলে উড়ে যাবো সব মোহ ফেলে।
নীল বাড়ি
এক আশ্চর্য অসুস্থতা নিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে নীল বাড়িটা
অসহ্য শারীরিক নির্যাতন বাড়িটার সারা গায়ে কালসিটে।
রাত দুটো আড়াইটায় ছাদে নক্ষত্ররা নেমে আসে, মিটিং করে; এর পর কি হবে!
বাগানে যেমন ফুল তেমনই ফোটে মৌমাছি আসে কি না খেয়াল রাখার মতো কেউ নেই
সময়মত কাজের লোকেরা আসে বাড়িটার হাত পা টিপে বমি পরিস্কার করে নিজের আনা খাবার খেয়ে খানিক ঝিম মেরে থাকে।
বাড়ি যন্ত্রণার রঙ বদলে নিতে চায় লাল- হলুদ বা আকাশী।
আশ্চর্য ক্লান্তি নিয়ে তাকিয়ে আছে চড়ুই জোড়া ওরা ওড়াউড়ি করে ঘাস খড় জোগার করেছে বাড়ির বারান্দায়, ডিম শুকিয়েছে নিষ্প্রাণ হচ্ছে জীবন।
নির্লজ্জ অসময় কেবল মেঘ হয়ে আটকে আছে বাড়িটার ওপর।
