দোঁহা

খগেশ্বর দাসের কবিতা

 


 
আদরের বিকল্প পাকা ফসলের ঘ্রাণ
                                                 
পাকা ফসলের ঘ্রাণ থেকে ঝলকে ওঠে নিরাময়
কিছু কিছু অবাঞ্ছিত ধোঁয়া থেকে চিরহরিৎ গাছের সুরক্ষা পেতে চাই
আমার বিচার্য বিষয় সুগন্ধ বিনিময় নয় 
অন্তরের মুগ্ধ সরসতা। 

সুবণ্টিত স্থিতিশীল ছায়া থেকে স্নেহের শিশির
আপাদমস্তক ভেজাবে তোমাকে 
কিছু দূরে ছেঁড়া পালকের অপেক্ষমান স্পর্শ রাখা আছে
পরিসেবা সারা দেহে বুলিয়ে দেবে সুগন্ধ আদর। 
               


সৌহার্দ্য প্রদীপের আলো 
                                       
আমার একলা পথের খুশি, স্মৃতির মগ্ন বিলাস
ভাঙা পথে আলো দিতে বাতিস্তম্ভ জ্বলেছে রঙিন
কে চেয়েছে বৃষ্টি দিনের মুখরতা ফাগুন পূর্ণিমায়
বুঝেছি এ আমার দ্বিধাগ্রস্ত মনের দোলাচল। 

যত বিজয়স্তম্ভ, অন্তর্মূলে সৌহার্দ্য প্রদীপের আলো
পৃথিবীর যা কিছু বুঝতে শিখেছি ভালোবাসায়
মাঝে মাঝে কার ফুঁয়ে আচমকা ঘূর্ণিঝড়, ওলটপালট
নিভে যায় সৌহার্দ্য প্রদীপের আলো।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন