দোঁহা

সম্পা পালের কবিতা

 



নিউট্রাল

সমস্ত শোকগুলো জড়ো হলে একটা খাদ হয়ে যায়।
আমি চাই এর কিনারে একজন কেউ দালান তুলুক।
দালানে অনেক খড়কুটো...
যেখানে কবিদের জীবন জমা পড়বে।
জমা পড়বে ভুলের মাসকাবারি লেনদেন।

আমি চাই এখানে সব মৃতদেহের খবর লেখার জন্য সাংবাদিক জড়ো হোক।
যারা শুধু লেখে
যে লেখায় রোমান সাম্রাজ্যের ভায়োলিন বাদক জীবন নিয়ে আবারও জীবিত।

আমি চাই পোর্ট ব্লেয়ারের ঢেউ ভিজিয়ে দিক আইনস্টাইনের শহর
তাতে মিলিয়ে নিক আমার শহরের শেষপ্রান্তের তরুণ গুণীতক।
যে নিউট্রাল বলে চিৎকার করলেও গলা দিয়ে লাল রং বের হয়না...



পঞ্চম দোল

তোমাদের মহাদেশে দ্বীপ্রহরে কতটা শান্তি নামে?
কতটা ছটফটে হলেইবা তুমি ব‍্যালকোনি থেকে চোখ নামিয়ে দাও প্রধান সড়কের দিকে?

তুমি দুয়ার গোনো
আমি ডেস্টিনেশন
কিছুতেই কাটিয়ে ওঠা যাচ্ছে না পোড়া আবেগ।

এত কিসের টান!
বাঘাযতিন পার্ক থেকে কলেজ মাঠ-দূরত্ব আর কত?
খুবলে খাওয়া সাপের শরীরে এখন বিষ নেই।
সব সরিসৃপ আবেগ লুকোতে শিখে গেছে।

আগের রাতে পঞ্চম দোল গেছে
কারা কারা আবির খেলেছিল
তারা কি গভীর ঘুমেও স্বপ্ন দেখছিল সিদ্ধার্থ?

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন