আর দেখা হবে না আমাদের
একদিন দেখা হবার কথা ছিল-
কথা থেকে গেছে আজও;
এই রং হারা রাত্রির ভাজে
এই একা ঘর ভরা অন্ধকারে, এই মাথার ভিতর
এই খাঁ খাঁ বুকের মাঝে, এই বিদীর্ণ হৃদয় জুড়ে।
তারপর, আর দেখা হয়নি আমাদের।
আমরা ভুলে গেছি আমাদের-
আমরা দাম্পত্যের রঙিন ইরেজারে, স্মৃতি থেকে
অনেকটা মুছে ফেলেছি আমাদের।
আমরা সংসার সাগরের উত্তাল ঢেউয়ে, গতর ভাসিয়ে দিয়ে
বেমালুম ভুলে গেছি, হাতে হাত রেখে দেয়া
দু-একটা কথাদের।
আমরা জড়িয়ে পড়েছি নানান কাজে-
তাড়া খাওয়া বালকের হাতফসকে ছিটকে পড়া
রয়েল গুলির মতো
ছড়িয়ে ছিটিয়ে গেছি, এখানে সেখানে ফেলে গেছি নিজেকে।
আমরা অনেকটাই হারিয়ে ফেলেছি খুব অবহেলে
নিজেকে কোথাও
অথবা আমরা অনেক দিন;
খুব গভীরে ডুব দিয়ে খুঁজে দেখিনি, নিজস্ব গাঁও।
খুঁজে দেখিনি জীবন-
ভেবে দেখিনি, কতটা নিজের বলে খরচা করছি নিজেকে,
কতটা রাখছি তুলে সঞ্চয়ে,
আমাদের শেষ বার দেখা হবার হুজুগে?
একটি বিলুপ্তপ্রায় প্রাণীর কথা বলছি
খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে মানুষ-
কর্পূরের মতো উবে যাচ্ছে, নিমিলষে হাওয়ায়
মানুষের মুঠো ফসকে বেরিয়ে যাচ্ছে আলো,
মানুষেরা মেতে উঠছে;
জীবনের অলক্ষ্যে নৌকো বাওয়ায়।
খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে মানুষ-
মানুষের গান, মান-অভিমান, কান্না গোপন
পুড়ে যাচ্ছে মানুষের মিথ্যে দরদে।
মানুষেরা জড়ো হচ্ছে; হিংসায়
মানুষেরা জড়ো হচ্ছে বেসামাল ক্রোধে।
মানুষের মুঠো ফসকে বেরিয়ে যাচ্ছে সময়-
অতলান্ত অন্ধকারের নির্মম কালো
পিষে গুড়িয়ে দিচ্ছে ভোরের আকাশ,
অন্ধকারের পায়ে পায়ে উড়ছে,
জীবনের লাল, নীল স্বপ্নের ধুলো।
খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে মানুষ-
মানুষের পাপে গলছে হিমালয়, মানুষই রচনা করছে
মানুষের ক্ষয়।
মানুষেরা মরে যাচ্ছে ভিতরে ভিতরে;
মানুষের চোখে জ্বলছে, মানুষের ভয়।
