চক্রপথ
তর্পণবাটি, রক্তিমরক্ষা, শেষ আলো...
পুকুরজল পানা সরিয়ে পথ ধরে
নেবে নিজেই
শাস্ত্রীয় পৌত্তলিক আরাধনা
শেষ, নিঃশেষ করে সম্ভাবনা
যে রথ বিশুদ্ধ নয়
সে কি পাবে ধূম্রসুরবর্ত্ম?
পাবে কি পুনর্জন্ম, পরজন্ম...ইত্যাদি।
খ
বৈরাগ্যের আগে পরমান্ন টুকু দিও
দিও মিথ্যে মিথ্যে ক্যালকুলেটর
রোজ হিসেব কষি
কত যন্ত্রাংশ উড়িয়ে দিই—
পিঙ্গল স্ফূর্তিতে...
ভেষজ পবনপথে বিহঙ্গের ডানা
আমার পুষ্করিণী আমার ছায়াঙ্ক
তুমি টেনে ধরলেই উঠে যেতাম ঠিক
এতদিনের বারিবাহ
এতদিনের বারিধারা
এইভাবে রৌদ্রতাপ নেবে
বিশ্বাস হয়নি কখনো...
