দোঁহা

নিলয় নন্দীর কবিতা



বাকলমোচন

বৃদ্ধ গাছের বাকলে তোমার নাম লেখা
আর নদীর জলে আমার ঠিকানা
যে পোষ্টম্যান জানতো আমাদের দুজনের চিঠি
এক বাড়িতেই আসে, সেও বদলি হয়ে গেছে শহরে
ডাকবাক্সে তালা দিয়ে গেছে অক্ষরহীনতা
মূককীটের মতো পড়ে থাকি
রেডিও থেকে ভেসে আসে কুহু বা হেমলক
'তোমরা যে বলো দিবসরজনী...'
আমি কোকিল খুঁজে মরি আহারে দিনকাল
চিঠির পর চিঠি, পাতার পর পাতা
কখনো দেখা হবে?

ক্রমাগত বাকলমোচন আর দুঃখিত এক নদী
থিতু হওয়ার এই তো সময়...

হয়তো চিনিনা, হয়তো দেখাই হয়নি কোনদিন।


 

ছায়া

ছায়া সূর্য ছায়া শরীর মোহ বা নির্মোহ
ট্যানলাইনের ওপারে থেমে আছে আসন্ন নিদাঘ
সন্ধের সম্ভোগ হাতপাখা বুলোয়

ছায়া নগ্ন ছায়া ভৌতিক আলো ইন্দ্রজাল
মোবাইল সম্প্রচারে তোমার নিঃশ্বাস, নোটা বেনি
ঊরুসিঁথিতে আয় টি দিয়ে যা

ছায়া দগ্ধ ছায়া বন্দর আলুথালু নীল নাভি
স্নানের জলে নৌকাডুবি ছন্নছাড়া ফুঁ
ঘামে ভেজা রাজনীতি চিবুক বাঁক পেরিয়ে কাম

এখন থাম।
ছায়া জীর্ণ ছায়া প্রস্তাব অন্তঃক্ষরা ছিনেজোঁক

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন