দোঁহা

পলাশ দে'র কবিতা

 



জিভ কাটা

এলে, তীব্র
বাদ্যযন্ত্র না না করেও শেষ পর্যন্ত বেজে উঠলো

ঘুমোনোর আগে গাছ বিকেল ঝেড়ে ফেলছে
শালিক পাখি ডাকলো কি ডাকলো না
বুঝে ওঠার আগেই অটোর শব্দ
টাইম কলের জলে এত স্বাদ!
নিচু হলে তুমি আর গোমুখ থেকে সেই উৎস

এলে, ঘনঘোর
দুনিয়া তছনছ করার আগে বলে দাও
আমার বুকের ওপরেই পা রাখবে তো?



মন্হন

বানান একটু কমিয়ে দেখি সে তরঙ্গই
আস্তে লুকিয়ে রাখি, ভেজা, নুন,

থার্মোমিটার এমন নির্জন হয় গো স্বেচ্ছাসেবক?

মুখস্হ নেই বায়োডাটা তবু ধ্বনি তবুও মরসুম
জল চেবাই পায়ে সমুদ্রছাপ
তোমার তাকিয়ে থাকায় অসভ্য হয়ে উঠি

ট্যুরিস্ট তো বোঝে না এই এইখানে স্নান
শিস দিলে ঠোঁট খোলে আর মন্থন ফেটে যায়

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন