জেসমিন ফুলের সৌরভে আছি
হাতে এসেই টিস্যু হয়ে গেল
সূচিশিল্প খচিত একটি রুমাল।
রুমাল থেকে কবুতর উড়ালে
উড়ে গেল তোমার হৃদয়।
পঁয়ত্রিশ বছর অতীতে ফিরে গিয়ে
জপছি তখন হারানো প্রেমের তসবিহ জেসমিন জেসমিন প্রিয়তমা নাম।
সে আমার হারানো প্রেমিকা, স্মৃতির বুক পকেটে গচ্ছিত নাম জেসমিন আক্তার।
আমি তসবিহ দানা টিপে যতবার জপি জেসমিন জেসমিন
চোখের তারায় তারায় হেসে ওঠে ঠিক ততগুলো জেসমিন ফুল।
এখন জেসমিন ফুল সৌরভের কাছাকাছি আছি।
মাছেদের স্লোগান
বর্শা হাতে ওৎপেতে আছে দক্ষ শিকারী
পুকুরের জলে একটু নড়ে ওঠলেই কোন মাছ
বর্শায় বিদ্ধ হয় সে মাছের দেহ।
বড় বড় মাছেদের বর্শাবিদ্ধের দিনে
ছোট ছোট মাছগুলো কেটেছিল
সুখের সাঁতার।
পুকুর ভরাট কার্যক্রমের দিনে
মাছেরা স্লোগান তোলে
আমরা বেঁচে থাকার স্বাধীনতা চাই।
মাটি ও পানির আওয়াজ এখন গিলে খায়
সেইসব ছোট ছোট মাছেদের বাঁচার স্লোগান।