নীরবে দাঁড়িয়েছি
শতবার আঘাত
দিয়েছ যত
ঠিক ততবার নীরবে
দাঁড়িয়েছি সামনে
অবনত।
নিরুদ্দেশে
এই সাজানো ঘর গেরস্থালি টুকি টাকি
সব কিছু অবহেলায়
ফেলে দিয়ে যে একবার নীরবে চলে যায়
নিরুদ্দেশে সূর্যাস্তের গ্রামে
সে আর কখনও ফেরায় না
ভালবাসার অভিমুখ।
নীরবে দাঁড়িয়েছি
শতবার আঘাত
দিয়েছ যত
ঠিক ততবার নীরবে
দাঁড়িয়েছি সামনে
অবনত।
নিরুদ্দেশে
এই সাজানো ঘর গেরস্থালি টুকি টাকি
সব কিছু অবহেলায়
ফেলে দিয়ে যে একবার নীরবে চলে যায়
নিরুদ্দেশে সূর্যাস্তের গ্রামে
সে আর কখনও ফেরায় না
ভালবাসার অভিমুখ।