দোঁহা

অ্যাস্টেরিস্ক ওবেলিক্স

 


 

অরিত্র দ্বিবেদী

E se io muoio da partigiano
(And if I die as a Partsian)

বলার কথা শেষ হয়না কখনও, লেখার বিস্তার আরও গভীর। তবে বরং ধার করা যাক।

ন কিসি কি আঁখ কা নূর হুঁ,
ন কিসি কে দিল কা করার হুঁ
যো কিসি কাম না আ সকে,
ম্যাঁয় উয়ো এক মুশত্-এ-গুবার-হুঁ।

মেরা রঙ্গরূপ বিগড় গয়া,
মেরা য়ার মুঝসে বিছড় গয়া
যো চমন্ খিজা সে উজড় গয়া,
ম্যাঁয় উসিকি ফসল্-এ-বহার হুঁ।

ম্যাঁয় নহীঁ হুঁ নগমা-এ-জাঁফজা,
মুঝে শুনকে কোই করেগা কেয়া
ম্যাঁয় বড়ে বরোগ কি হুঁ সদা,
ম্যাঁয় বড়ে দুখ কী পুকার হুঁ।   

(কারও চোখের আলো নই, কারও হৃদয়ের শান্তিও না, যে কোনো কাজেই এল না, আমি সেই একমুঠো ধুলো।

ঝরে গেছে আমার রং, রূপ, ছেড়ে গেছে বন্ধু, যা হেমন্তে শুকিয়ে গেছে, আমি সেই বাগানের ফসল।

আমি তো প্রাণের সঙ্গীত নই, আমাকে শুনে আর কী হবে, আমি তো বিচ্ছিন্ন এক বিলাপ, বড় দুঃখের এক আর্তনাদ)

 এই শেরটি এক কুঠুরিতে বন্দি করে রাখা শেষ মোঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ'র লেখা। গোটা লেখাটা জুড়ে শুধু হেরে যাওয়া, শুধু হারানো মুহূর্তের দীর্ঘশ্বাস, শুধু অপঘাতের শরীরের বাঁকগুলো লুকোনো। যেটা নেই সেইটা সবচেয়ে বেশি করে উঠে এসেছে, প্রতিরোধ, "resistance"।

অ্যাকোয়েরিয়াম, বাবাওরাম, লোডানাম আর পেতিবোনাম এই চারটি রোমান শিবির দিয়ে ঘেরা ছোট্ট একটা গলদের গ্রাম। এতটাই ছোটো যে বই এর ছবিতেও তাকে এক বিরাট আতস কাচ দিয়ে দেখতে হচ্ছে। আতস কাচটা আলবেয়ার ইউদেরজো এমন করে এঁকেছেন যে বিশাল ম্যাপের ঠিক মাঝেই পোঁতা রোমানদের লাল পতাকা ও বাজপাখির চিহ্ন সেই আতস কাচের চেয়ে ছোটো দেখায়। এখান থেকেই শিক্ষা দেওয়ার শুরু করে "অ্যাস্টেরিস্ক ওবেলিক্স" কমিক। ছোটো বা বড়ো হয় শুধু দেখার চোখটা, কোনো পরিস্থিতি বা নিয়ম নয়।


একেবারেই প্রথমে যে জায়গাটার নাম চোখে পড়ে তা হল 'আরমোরিকা'। গলদের গ্রাম ওর আশেপাশেই। সেলটিক ভাষায় 'আর' মানে হল ইংরিজির 'on', 'মোর' কথার অর্থ হল 'sea', অর্থাৎ সমুদ্রের ওপরে। এখন ভালো করে খুঁটিয়ে দেখলে জানা যায়, বেলজিয়াম, পশ্চিম জার্মানির কিছু অংশ, উত্তর ইতালির সামান্য কিছু আর বর্তমান ফ্রান্স নিয়ে ছিল গল। এইবার গলদের গ্রামের ঠিক পাশেই যে সমুদ্র, তা পেরিয়ে গেলেই ওদিকে ব্রিটেন। গলদের অনেক আত্মীয়, এমনকি কিছু কিছু গলও ওদিকে বসতি গড়েছিল। এই পশ্চিমের সমুদ্র রেখে প্রতিরোধ গড়ে তোলা জায়গাটাই ভবিষ্যতের নর্ম্যাণ্ডি। প্যারিস দখল করে রাখা জার্মান সৈন্যদের ওপর যেখানে ঝড়ের রাত্রে অর্তকিত আক্রমণ করেছিল ফ্রেঞ্চ ও ব্রিটিশ যৌথ বাহিনী। যাদের মধ্যে partesians রাও ছিল। স্বনামধন্য রণনেতা গোয়েরিং ছিলেন উল্টোদিকে। জার্মানরা ওই আক্রমণ সামলাতে পারেনি। গোয়েরিং বিষ খেয়ে আত্মহত্যা করেন(যদিও হিটলারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগও অনেকাংশে দায়ী)। এর কাছাকাছি গ্রাম ডমরেমিতে বেড়ে ওঠেন আর এক কিংবদন্তি, জোয়ান দ্য কার্ক। এই অল্পবয়সী সন্ন্যাসিনী বদলে রেখে দিয়েছিলেন প্রতিরোধের ভাষা। নিজের রক্ত দিয়ে নতুন সংজ্ঞা লিখে দিয়েছিলেন। কথা প্রসঙ্গে বলে রাখা যেতে পারে, তিনিও ওই partesian ই ছিলেন।

গলদের গ্রামের যাঁদেরকে আমরা চিনি, তাঁরাও সকলেই partesian ই। এইবার আসা যাক নাম প্রসঙ্গে। এই রচনাটির নাম, এক বহুল প্রচারিত, বহু পুরোনো ইউরোপীয় লোকসঙ্গীতের একটি লাইন, উৎস মূলত ইতালি হলেও ধরা হয়, ফ্রান্স দিয়েই তা সমগ্র ইউরোপীয় ভূখণ্ডে ছড়িয়ে পড়ে। এখন কথা হচ্ছে, partesian কাদের বলে? যাঁরা, নিজেদের ভূখণ্ড বা দেশ রক্ষার খাতিরে অকুতোভয়ে, অস্ত্রধারী হয়ে বা অনেক সময় বিনা অস্ত্রে, বিদেশী আক্রমণের সামনে বাধা হয়ে দাঁড়ান, তাঁরা সকলেই সাধারণ মানুষ। রণনীতিতে বা অস্ত্রে বলীয়ান তাঁরা হননা বেশিরভাগ সময়েই, তবু ইতিহাস সাক্ষ্য রেখে গেছে বারবার যে তাঁরাই জয়ী হয়েছেন। আসলে অনেক মানুষ একত্রে যখন কিছু চান, সেই ইচ্ছাশক্তির কোনো মার নেই। আর তাতে আশার মত বেঁচে থাকে একটা কোনো গল্প বা কোনো কিংবদন্তি বা যে কোনো কিছু। যেমন, জার্মানির রাশিয়ার আক্রমণ নিয়ে বানানো ছবি "ইভানস্ চাইল্ডহুড"-এ এক বাচ্চা ছেলের রূপে হলেও বেঁচে ছিল 'আশা' স্বয়ং। যেমন এই গলদের গ্রাম রুখে দাঁড়িয়েছিল মহাপরাক্রমশালী জুলিয়াস সিজারের বিরাট বাহিনীর বিরুদ্ধে।


 অ্যাস্টেরিস্ক-ওবেলিক্স কমিকের প্রথম প্রকাশের সাল ১৯৫৯, সংকলন হিসেবে প্রকাশিত হয় ১৯৬০ সালে। তখনও নর্ম্যাণ্ডির উপকূল আগে উল্লিখিত সেই যুদ্ধের দাগ নিজের শরীরে স্পষ্টভাবেই বহন করছে। জোয়ানের গল্পও ঘুরে ঘুরে বেড়াচ্ছে আনাচে কানাচে। শিশুসাহিত্য হলেও এই কমিক অনেক প্রাপ্তবয়স্ক সাহিত্যের চেয়েই প্রাপ্তমনস্ক। মজার ছলে, নিতান্ত সাধারণ মানের কৌতুকে শিখিয়ে দিয়ে যায় অনেক কিছু, তৈরী করে দিয়ে যায় মানসিকতা। যেমন, একবার পেতিবোনাম এর এক সেনাপতি আহ্বান করেন দলপতি বিশালাকৃতিক্সকে যে তোমরা স্বাধীন নও। অ্যাস্টেরিস্ক এসে কবুল করে সেই আহ্বান এবং গোটা গলদেশ ঘুরে সব জায়গার সেরা খাবার সংগ্রহ করে ফেরে। বিরাট ভোজের আয়োজন হয়, তাতে আমন্ত্রিত হিসেবে আসেন পেতিবোনাম যুদ্ধ শিবিরের সেই কর্তা। শত্রুকে যে সবসময় অস্ত্র দিয়েই পরাস্ত করতে হবে তা কিন্তু নয়, ভালো ব্যবহারও একটা ভীষণ গুরুত্বপূর্ণ দিক। যে সমস্ত মজার যুদ্ধ দেখানো হত, তাতে আহত এক রোমান সৈনিকের কথা, "সবাই বলেছিল সেনায় যাও, কত ঘুরবে, কত দেশ দেখা হবে, ধুস সব ফালতু কথা...", কেউ যদি ভেবে ভেবে পড়েন, তবে না লিখেও সেই রোমান সৈনিকের, যে কিনা আপাত শত্রুপক্ষ, তার মনের অবস্থা, তার গ্রামের অবস্থা সুন্দর করে লিখেছেন গোসিনি। এই দিকটাও দেখা প্রয়োজন।

এরপর কথা বলার বিষয় হল ইতিহাস, এবং কয়েকটা অসাধারণ ব্যঙ্গচিত্র! যেমন, ক্লিওপেট্রা পর্ব নিয়ে যে বইটা, তাতে স্ফিংসের নাক নেই কেন সে বিষয়ে মক করেছেন গোসিনি আর ইউদেরজো। এরকম আরও দেখা যায়, ভার্সিঙ্গেটোরিক্স ৫১ খ্রীষ্ট পূর্বাব্দে আত্মসমর্পণ করেন সিজারের "পায়ে"। সেই অংশটা মজা তো দেয়ই, সঙ্গে এই ইতিহাস সম্পর্কে চেতনাও গড়ে তোলে। ব্রিটেন দখল করার সময় রোমানরা শুধু শনিবার আর রবিবার আক্রমণ করে কারণ ব্রিটিশরাই সপ্তাহান্তে ছুটি কাটাতে যাওয়া শুরু করে, আর বিকেল পাঁচটার পর তারা আর কাজ করে না। এ ছাড়াও গল প্রদেশের বা অন্যান্য অঞ্চলের ওই সময়কার নাম এবং তার বর্তমান নাম, বাল্টিক সাগর থেকে কৃষ্ণ সাগর অবধি বিস্তৃত গথ(যারা বর্বর বা বারবেরিয়ান)-দের নিয়েও একটা আলাদা পর্ব আছে। 


 মোটামুটিভাবে জুলিয়াস সিজারের সময়, রোমানদের ব্যবস্থাপনা, ইতিহাস, সেই সময়কার জনজীবন, গথদের বারংবার আক্রমণ, নগরপাল, সেনাপতিদের অত্যাচার, সমজাতীয় মানুষদের বিশ্বাসঘাতকতা এবং উঠে দাঁড়ানো, মানুষের জন্য, মানুষের পাশে আর সর্বোপরি নিজের পাশে দাঁড়ানো অ্যাস্টেরিস্ক-ওবেলিক্স শুধু এসব নয়, বরং ফল্গুধারার মত এসবের নীচ দিয়ে কোথাও জীবনের শিক্ষা দেয়, ভরসা দেয়, আশা জাগায়, জীবনের জন্যই প্রতিরোধ গড়ে তোলে জীবনেরই বিরুদ্ধে।

নামের পরের লাইনগুলো সার্থক করে তোলে ঠিক এইভাবে:

E seppellire lassù in montagna
(And bury up there in the mountains)


O bella ciao, bella ciao, bella ciao, ciao, ciao
(O beautiful goodbye, beautiful goodbye, beautiful goodbye, goodbye, goodbye)

E seppellire lassù in montagna
(And bury up there in the mountains)


ঋণ স্বীকার:
ছবির দেশে কবিতার দেশে-সুনীল গঙ্গোপাধ্যায়
ফরাসি দেশ অন্য চোখে-প্রীতি সান্যাল
এবং প্যারিস-নির্মলেন্দু গুণ
দোজখনামা-রবিশঙ্কর বল
অ্যাস্টেরিস্ক ও ক্লিওপেট্রা
অ্যাস্টেরিস্ক ও মুদ্রার কড়াই
গলদেশ পরিক্রমায় অ্যাস্টেরিস্ক
ব্রিটেনে অ্যাস্টেরিস্ক
গ্ল্যাডিয়েটর অ্যাস্টেরিস্ক
অ্যাস্টেরিস্ক ও গথ দস্যু
Bela ciao-Wikipedia
France map 50 BC-Google
Time within time-Andrei Tarkovsky

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন