দোঁহা

রাহুল রায়ের কবিতা

 


 উদ্বাস্তু

এদেশ থেকে অন্য দেশ
উদ্বাস্তু আমি ঘুরে বেড়াচ্ছি
পরিস্থিতির মায়াজালে

ভীষণ অচেনা পথের বাঁক
হেঁটে যাচ্ছি, যতদূর যাওয়া যায়

এই মেঘ বাদলার দিনে
দু'চোখে বৃষ্টি ঝরে অঝোরে...
ফিরে যাওয়ার পথ নেই

ঘর, ভিটে, নদী, সবুজ ছেড়ে
ছিঁটকে পড়লাম স্বর্গ থেকে নরকে

 

উঁইঢিপি

বেশ পুরোনো, কাঠের জানালায়
ছোট্ট একটা ঢিপি
খাবার নিয়ে হেঁটে যাচ্ছে উঁইপোকা

হঠাৎ বৃষ্টি এসে আছড়ে পড়ছে
আমার জানালায়; পাশে গিয়ে দাঁড়ালাম
মাটি গলছে, বিচ্ছিন্ন হচ্ছে...

ঝিট থেকে বাঁচতে তারা
পেরিয়ে আসার চেষ্টা করছে এপারে
আর

আমি জানালার ওপারে ঠেলে দিচ্ছি

তা দেখে আমার উদ্বাস্তু ঠাকুমা
কুঁকড়ে কেঁদে উঠলেন

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন