এ দেশ
দেশের পাশে দেশ পড়ে আছে
আমার পাশে তুমি।
দেশের স্বপ্ন মানুষকে ভালো রাখা
আমার স্বপ্নে ভূমি।
এ দেশ, আমার দেশ নয় কো মোটে
সবারই হৃদয় গাঁথা।
আমি কি আর বলতে পারি ডেকে
মানুষ নয় মানুষের ছাতা!
পথ
দেশের নামে আজ নামতা পড়ি
দেশের পাঠে সমাজ।
হেলায় পড়ে আছে তত্ত্ব
দুর্বৃত্তের চলে রাজ।
হিংসা হানাহানি নিয়েই পথ
পিছল জেনেও এগোয়।
পথভোলা দেশের মানুষ
কোন পথে আজ যায়?
ভাগ
রাস্তা ভাগ হয়, ভাগ হয় দেশ
ভাগ হয়ে গেছে মতবাদে।
ভাগ আর ভাগ্যের খেলায়
হেরে গেছে মানুষ নির্বিবাদে।
বোঝে নি কেউই নিজেদের অস্তিত্ব
শুধু চলে মান-অভিমানের লড়াই।
বৃত্তটা যেখানে গাড়া, সেখানেই
ভাগ হয় নি নিজেদের বড়াই।