দোঁহা

তাপস গুপ্তের কবিতা

 


 
দাগ

 

গান অথবা গানের মত কণ্ঠে

জমেছে পাপ অন্যায় বাটোয়ারা

ন্যায় দিগন্তে স্মৃতি ক্ষয়াটে


গল্প ছুটেছে কলকাতা থেকে গোয়ালন্দ

করাচি হয়ে লাহোর

যুক্তির পিছনে ভয়

ভয়ানক রঙ চায়


বেশ খেতে দিলে 

সাদা প্লেটে আকাশ ফুলেল

স্নেহজল লুকিয়ে  বিষণ্ণ আঁচল


একটা পাথর খোঁজে হাত

যে শিলার আলাপে ধুয়ে যাবে দাঙ্গা স্রোত

সুন্দরের সমনাম চায় সঞ্চারে কৃষ্ণপক্ষ

দেশ মাটি মানুষ পোড়ানো হাহাকার

জল টানে এখনও কিশোর

ডানা জানে তার স্বপ্ন সাঁতার

ভাগ শেষ হলেও বিভাজ্য সফল।


 
 
পরিযায়ী 
 
পরিযায়ী পাখিরা আকাশ ভাঙে

সাইবেরিয়ার ঠোঁট বরফ চুম্বনে ছুঁয়ে দেয়

নোয়াখালির বিল 

সাঁতরাগাছির জলে তার অস্থায়ী প্রতিভাস

তবুও চিলতে বারান্দায় দাঁড়ালে 

পিঠে দুটো ডানা ঝাপট দেয়

কিভাবে  ঝরে যায় পালকের তুমুল হনন।









একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন