গাছপালা
নতুন গাছগুলোয়
পাখিদের নিরন্তর ওড়াউড়ি
পুরোনো গাছগুলোয়
এখনো তাজা জননের দাগ
পরগাছার বায়ব মূলে
গর্ভপাতের তীব্র হাহাকার
তবুও মহীরুহের শিকড়ে
ঈশ্বরের অস্তিত্বের আভাস।
চিত্রাঙ্গদার দেশে
যারা সবুজ ভূমিকে বিক্ষত করে চলেছে
তারা শুধুই কারো হাতের পুতুল
যারা মাতৃপ্রতিমাকে ধর্ষন করে চলেছে
তারা শুধুই দাবার বোর্ডের বোড়ে
যারা প্রতিদিন আগুন লাগিয়ে যায় ঘরে
তারা শুধুই সিংহাসনের সিঁড়ি।
যাদের সবুজ ভূমিকে রক্ষা করার কথা ছিল
তারা সিংহাসনের মোহে স্থবির
যাদের মাতৃপ্রতিমার পূজার দায়িত্ব দেয়া ছিল
তারা সিংহাসন দখলের স্বপ্নে মগ্ন
যাদের আগুন নেভানোর বিদ্যা শেখার ছিল
তারা এখন আগুন নিয়ে খেলা শেখে।
এর পরও কি ঈশ্বর তার অস্তিত্ব বজায় রেখেছেন
এই শোকাকূলা চিত্রাঙ্গদার দেশে?
মেরুদন্ড কথা
মেরুদন্ডের মজ্জা বেয়ে নেমে যাওয়া
শীতল কিংবা উত্তপ্ত লাভাস্রোত
মেরুদন্ডীদের অমেরুদন্ডী করে তোলে
অর্থ বা প্রলোভনের চটচটে লালা রস
জিভ থেকে টপ্ টপ্ ঝর্ণাধারায়
অমেরুদন্ডীরাও মেরুদন্ডী হয়ে ওঠে।