দোঁহা

অর্ঘ্য দে'র কবিতা



দ্বিপদী - ১

বহ্নিরঙা কুসুমের আঁচে আমায়
খুঁজতে এলে বিকল প্রেমতৃষ্ণায়।

অর্ধমৃত প্রজাপতিদের সুপ্তি
ভাঙতে চাও বিফল শবসাধনায়।

নিয়ত তুমি ভাঙনের পাড়ে অনড়
পরিকল্পিত অতীত তরজমায়।

ফুলের আব্রু নিয়েছ কেড়ে হ্লাদিনী
সুবাসিত রং আবিল হয়েছে ব্যাথায়।

লবণজলের পরিবর্তে দিয়েছ
পানীয় লহু স্বচ্ছ সান্দ্রতায়।
 

 দ্বিপদী - ২

দেয়ালের বুকে ঠুকে মাথা
ফিরে আসে হাজার ব্যর্থতা।

অহেতুক শ্রম-বেঁচে থাকা
দীর্ঘ নিশ্বাসের নিবিড়তা।

প্রতিশ্রুতি ধুলোর মতোই
ঝেরে ফেলা মৌন সতর্কতা।

দিনে দিনে মূক, প্রশ্নহীন
সমহারে বাড়ে বধিরতা।

লোহিত হেনায় সুবাসিত
রিক্ত বসন্তের বিষণ্ণতা।  

গায়ে মেখে দাসত্বের ছায়া
মেলেছি দু'হাতে অধীনতা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন