দোঁহা

পল্লব রায়ের কবিতা



এক‌টি বিলুপ্তপ্রায় প্রাণীর কথা বল‌ছি

খুব দ্রুতই ফু‌রি‌য়ে যাচ্ছে মানুষ-
কর্পূরের মতো উবে যাচ্ছে, নি‌মিষে হাওয়ায়
মানুষের মুঠো ফসকে বে‌রিয়ে যাচ্ছে আলো,
মানুষেরা মেতে উঠছে;
জীবনের অলক্ষ্যে নৌকো বাওয়ায়।

খুব দ্রুতই ফু‌রিয়ে যাচ্ছে মানুষ-
মানুষের গান, মান-অ‌ভিমান, কান্না গোপন
পুড়ে যাচ্ছে মানুষের মিথ্যে দরদে।
মানুষেরা জড়ো হচ্ছে; হিংসায়
মানুষেরা জড়ো হচ্ছে বেসামাল ক্রোধে।

মানুষের মুঠো ফসকে বে‌রিয়ে যাচ্ছে সময়-
অতলান্ত অন্ধকারের ‌নির্মম কালো
পিষে গু‌ড়িয়ে দিচ্ছে ভোরের আকাশ,
অন্ধকারের পায়ে পায়ে উড়ছে,
জীবনের  লাল, নীল স্বপ্নের ধুলো।

খুব দ্রুতই ফু‌রিয়ে যাচ্ছে মানুষ-
মানুষের পাপে গলছে হিমালয়, মানুষই রচনা করছে
মানুষের ক্ষয়।
মানুষেরা মরে যাচ্ছে ভিতরে ভিতরে;
মানুষের চোখে জ্ব‌লছে, মানুষের ভয়।



য‌দি তু‌মি তাকে ফি‌রিয়ে দাও...

প্রেম ডাকলে-
য‌দি তু‌মি তাকে ফি‌রিয়ে দাও;
হঠাৎ জীবন থেকে বসন্ত চলে যাবে...

কোনো ফুল ফুটবে না বাগানে
কোনো তারা জ্বলবে না আকাশে
অরণ‌্য মরুভূ‌মি হয়ে যাবে, কোনো পা‌খি গাইবে না আর
নীরবে মৃত‌্যু এসে জুড়ে বসবে অনাহুত বুকের ভিতর!

প্রেম ডাকলে-
য‌দি তু‌মি তাকে ফি‌রিয়ে দাও,
ধরে নেবো;
তু‌মি  এমনই এক চাষা, যে ফস‌লের স্বপ্ন দেখে‌নি কোনো‌দিন
তোমার সাধ‌্য নেই যৌবন ও জীবনের ধ্বজা উড়াবার।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন