ডর
বইয়া থাকি জমির আইলে
তাকাইয়া থাকি মাটির দিকে
মাটি দেখি না,
তোমারে দেখি
এখন কোনো কিছুই
ভালাকইরা দেখা হয় না
জল মেঘ আকাশ সবই ঝাপসা লাগে...
তোমারে দেখি, পাশে নিয়া বই
চুলে বিলি কাটি
ভিজা গামছা দিয়া মোছাইয়া দিই মুখ...
এত যত্নের পরেও তোমারে পাইতাম না জানি,
তারপরেও চাইতে থাকি...
আর সেই আমারে বিচ্ছেদের ডর দেখাও!
ঘুমপাড়ানি গান
ইদানীং ঘুমাতে গেলে তোমার স্নেহস্পর্শ
মনে পড়ে,
মনে পড়ে তোমার গাওয়া ঘুমপাড়ানি গান।
পৃথিবী যখন ঘুমাতো আমি তখন খেলতাম
আপনমনে কী সব বলতাম,
তুমি তাকিয়ে থাকতে, সহ্য করতে সব...
তোমার রাগ হতো, তবুও আদর দিতে
বুকে নিয়ে গাইতে গান
''গুরুদেব দয়াকর দীনজনে..."
ঘুমের নেশাধরা ঔষধ যেন!
তোমার ঘুমপাড়ানি গান বলতে এটাই
রাতে এখন একা
ঘুম আসে না
নোনাজলে ভাসে বুক আর বাবার ঘুমপাড়ানি গান!...