দোঁহা

অর্ঘ্য পালের কবিতা

 


অতীত

এক প্রান্ত থেকে আরেক প্রান্ত
এক নাম থেকে আরেক নাম
কী সহজেই অতিক্রম করে যায় সবাই
শুধু আমি ঘর থেকে বারান্দা করতে গেলেই
দাবার গুটি বদলে যায়, বদলে যায় চঞ্চল স্রোত
ধীরে ধীরে চেপে ধরে যত আজগুবি অতীত
ট্রেনের পিঠে চড়ে আসে আমার ভুলেরা
মালগাড়িও তখন বোধ করি দ্রুত ছোটে
আমিই শুধু পিছিয়ে পড়ি বারান্দায় যেতে গিয়ে
সীমারেখা পেরোতে কতই না সাহস লাগে

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন