কালপ্রবাহ
চোখের অন্ধকার বৃষ্টির স্নেহ চায়।
দেখি, সোনালি নাভির দুঃখে স্বচ্ছ জলের প্লাবন
মাটি থেকে প্রাণ নিয়ে বীতশোক জ্বেলে বসি একা
চিররূপা আলোর মুগ্ধকরণ... অনন্ত বহতা...
তোমার রক্তপদ্ম হ্রদে, ক্রমে দোদুল্যমান
অপার অপেক্ষাকে আকাঙ্ক্ষাহীন করেছ এইভাবে, মহাবোধ
মৃত্যু কি দেখতে পায় পথের আয়ু?
আঙুলচিহ্ন ছুঁয়ে আশ্চর্য শূন্যের দ্বৈপায়ন
আহা চোখ! নিদ্রার সিঁড়ি বেয়ে কোথায় বিলীন
ছায়ার ভিতর অতল অবগাহন শেষে
তুচ্ছ মুহূর্ত থেকে তুলে রাখে ভাঙাচোরা জীবনের সন্দর্ভ।