ঝরা পাতার গানে
জ্যোৎস্নার হাহাকার তবু ফোটে
কথামালায় বসন্ত অবশেষে
বর্ণচোরা আমের ত্বকে বিকল্প চাঁদ ভাসে
একটি বিচ্ছিন্ন অভ্যাস ব্যতীত বর্ণমালায়
ওদিকে বৈশাখী দহন নববর্ষ রবীন্দ্রমাস
পূজা ও প্রেম ভক্তির চলমান প্রচ্ছায়া
ডুবে থাকে এ দেহ মুক্তির প্রার্থনা
নব নব কোন আনন্দসাগরে অবগাহন
সবিশেষ থাকি এই তাসের দেশে রংবহুল
চিত্র বিচিত্র উড়ানের ছবি মহুলের নেশা
ঝরা পাতার গানে অনন্ত ভেসে থাকা শুধু...
জ ল
জলের শরীরে ডুবে দেখলাম
একটি মসৃণ বিকেলের দিগন্ত
যেখানে আনাগোনা জলার্ক
তবু শুকিয়ে যায় প্রাণিত শৈবাল
জলের শরীরে পানকৌড়ির ডুব
মাছেদের শিকারী সাঁতারের ঢেউ
উথাল পাথাল জলজ চোখে ভাসে
রূপোলী বিশ্বাসে ভাসমান অভ্যাস
জলের শরীরে ডুবে দেখলাম
একটি স্মৃতিমেদুর নৌকোর অতীত
আমার সহযাত্রার কথা ও কাহিনী
ভাঙ্গা মাস্তু্লে লেগে আছে জল রং।
অন্তহীন
অন্তহীন গান ভেসে এলে
আমিও তোমার সমুদ্রে অবগাহন করি
নিজস্ব আকাশ রচনা করি
নীলের গায়ে দু একটি খচিত তারা
অবকাশের আলস্যে ডুবে থাকে প্রিয় চোখ
নদী এসে নিয়ে যায় ঢেউ পথে
আনন্দ বিহার ঘুরে সিন্ধু ও পর্বতমালা
প্রবল জোয়ারে স্রোতধারায়
ভালবাসা ভালবাসা জল
ঊর্ণি ঘূর্ণি অবাক চূর্ণি অনন্ত সমাপন
তোমার আমার দুজনের পিছু পিছু
তুমি অলকানন্দা অন্তহীন এবং অন্তহীন