গল্পের শিরোনাম
এবিপি আনন্দ পারে না এমন জিনিস নেই
যখন চলে আসি
সবাই নিজের মতো করে ভেবেছিল,
আসার পর একজনও কেউ দেখা করতে এলো না।
বোধহয় নিজে যেটা বুঝবে সেইটাই ঠিক
একটা ঘরে অনেকে বসে
কেউ কারোর সঙ্গে কথা বলছে না
সবাই যে ফোন হাতে।
ছবির গল্প খাতা
ভুলের পার্শ্ব প্রতিক্রিয়ায় আকাশ মাটিকে আজ আর চেনে না
পৃথিবীর কোন জায়গায় নেট ভালো আছে
চাঁদে নিশ্চয়ই
শব্দের টিফিনবক্স, বা জলের বোতল কোনোদিনই মুখ ভালো করে আটকানো থাকে না
ট্রেন সামনে পেয়ে যদি ছাড়তে হয় তার থেকে খারাপ লাগার কিছু নেই
কার কখন শরীর সবুজ হবে কেউ বলতে পারে!
মাটির জায়গা
জীবনে এমন কত কষ্ট যে উপহার পেয়েছেন আজ তা শুধুই অক্ষর হয়ে বেঁচে
নিজের মধ্যে থেকে ঢুকে নিজেকে আর খুঁজে পাচ্ছি না
মুহূর্তকে ছুঁতে চেয়েছিলাম
শরীরটাকে হারিয়ে ফেলেছি
শব্দের চাঁদে ব্যথা
গল্পের স্মৃতি রোদ কবির সভায়
আরামের শেষ আছে
কষ্টের শেষ নেই
সবাই অসুস্থ হয়েই আসে
কেউই জায়গা ছাড়তে চায় না।
