দোঁহা

অরূপ সরকারের কবিতা

  


মহামারী

মন্বন্তরের বিষম অসুখ, শুকিয়ে আসে জিভের ডগা
মৃত্যুই আজ  সহজ কথা, বেঁচে থাকা নয়তো সোজা
আমাদের হাড়েই তৈরি হয় প্রবাল প্রাচীর।
নেমে আসেন আহত ঈশ্বর;
আদমের পিঠের কার্নিশে বসে আছে ফিনিক্স পাখি
তার একটাই আশা, আগুন চুরি করবে, জিউসের কাছ থেকে,
যেখানে অবিশ্বাসের জন্ম, সেখানে গৌণ হাড়ের ক্ষয়।
ডেবিট, ক্রেডিটের ব্যালেন্স সিটে আটকে গেছে আহ্নিক গতি
নাগরিক সভ্যতার শ্লীল ব্রাউন সুগারে বুদ হয় পোস্ট মর্ডান জীবন!
প্রতি স্কয়ার ফিটে আটকে থাকে মৌমাছি রূপী মানুষ
কান পাকলে শোনা যায়, দাম্পত্য কলহের সিম্ফনি।


কুশল সংবাদ
 
প্রতিটা ঘনিয়ে আসা বিকেল বেলা আমাকে জাতিস্মর করে তোলে,
দুপুরের ভাত ঘুম শেষে, কেমন এক স্তব্ধতা ঘিরে  রাখে
জেগে ওঠার পর পড়ে থাকে স্বপ্নের নির্যাস।
প্রতিটা দুপুরের গায়ে লেগে থাকা, বিকেল জানে আমার পাংশু বিষাদের কথা।
আমার প্রত্নতাত্ত্বিক ব্যথায় কাজল লেপে দিয়েছে প্রিয়তমা,
তার সাথে আমার প্রতি মুহূর্তে ই প্রি ওয়েডিং,
সংসার নামক গোলার্ধে অর্ধেক আমার অর্ধেক তার
এই অংশীদারী কারবার  যেখানে লাভ ক্ষতি সমান্তরাল।
আঁকড়ে ধরিনি কাউকে কোনদিন, ভয় হয় আমার সারা শরীরে লেখা থাকবে নিজেরই অবিচুয়ারি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন