দোঁহা

সম্পা পালের কবিতা


 
 আমাদের একটাই দেওয়াল

এই ধরুন আমি আপনি রোজ একটা দেওয়ালে ধাক্কা খাচ্ছি!
কিন্তু জানতে চাইনি আমাদের ব‍্যক্তিগত হেরে যাওয়ার তীব্রতা।
আপনার প্রিয় রং হয়তো ডুবন্ত সূর্য।
আমি হয়তো লাল কিংবা হলুদ।

প্রত‍্যেকটি ধাক্কায় শিখছি জীবন অনেক বড়!
কিন্তু  কত বড় কেউ জানিনা!
আপনি হয়তো পাঁচ ফুট আট ইঞ্চি!
আমি সেখানে খুব সামান্য!

নেপোলিয়ন বোনাপার্ট হয়তো আপনার পছন্দ নয়।
কিন্তু আমি প্রায়ই সাম্রাজ্যবাদ খুঁজতে গিয়ে পোস্ট কলোনিয়াল থিওরি লিখে ফেলি।

অথচ দেখুন আমরা রোজ একটা দেওয়ালেই ধাক্কা খাচ্ছি...

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন