ভবিতব্য
দ্রবণীয় আড়ি, স্বপ্নের আয়ু ভিজে যায় প্রলেপে।
মোচন একা একা, বুঝি প্রাপ্তির মোহ নেই আর।
বিকেল সদৃশ্য স্থির ক্ষণ, ডানা ফিরে আসে কেঁপে।
ক্ষত সেই উপযোগী, এসিড সময়ে যেন ক্ষার।
এখানে উপেক্ষা সব শিখাময়, খুব মাত্রাধিক।
আগুনের সিঁড়ি দিয়ে উঠে গেছে পাখির তরল।
সন্ন্যাসী শূন্যে চেয়ে থাকি, শূন্য সেই দাহ্য প্রতীক
নির্মিত আয়তনে বুনে রাখে খালি অগাধ স্থল।
লক্ষ্যের দুর্দিন আসে এইভাবে চুপিচুপি ধীরে,
প্রত্যাশা উপুড় সময়ের ভাঁজে জমে স্নেহ-মেদ।
বিনিময়ে প্রবাহ ছিল, আজ সেই মন-ফকিরে
বিরোধী বিকিরণ সব। চুঁইয়ে নামে প্রাজ্ঞ খেদ।
মৌলিক মুগ্ধতা ভেঙে গেছে, সময়েরা সব ফিকে।
আমি সে আহত বেদুইন, পড়ে আছি একদিকে।