দোঁহা

রাধা দীপ্যমান গোস্বামীর কবিতা

 


বারিধারা

দু'হাতের তালুতে তোমার বৃষ্টিস্নাত মুখ
ঠোঁঠে ঠোঁট রেখে এক দীর্ঘ মহাকাব্যের উপসংহার
তুমি তখন অপাপবিদ্ধা

মেঘে মেঘে তোমার ছায়া
বৃষ্টিরেণু শরীর ছুঁলে, তোমাকে পাওয়া
তুমি তখন স্বচ্ছ্বতোয়া

বৃষ্টির পরে নৈঋতে যখন রামধনু রং-
ভালোবাসার ঝাঁপি খুলে দিতে ইচ্ছে করে সবটুকু
তুমি তখন আকাশলীনা

আর, ভেতর ঘরের তুমুল বারিধারায়
তোমার শরীরের আনাচে কানাচে মেঘমল্লার
তুমি তখন মেঘবালিকা


স্বপ্নসন্ধানী 

ঘুম কমে গেছে ইদানিং
সাথে স্বপ্ন দেখাও
অনেকদিন হলো লিখিনি কিছু
আগামী সতেরো দিনেও
নেই ঝড়ের কোনো পূর্ভাবাস
বেখেয়ালি সন্ধেবেলায়
ভেসে আসে দীর্ঘ কবিতার সুর
বিরস রাগ-আনমনে
কোনো গাণিতিক উপপাদ্যও
প্রমান করতে পারেনি
ভালোবাসা কারে কয়
এভাবেই বুঝি হেরে যেতে হয়
তার পরেও যেটকু যা দেবার ছিল
ছড়িয়ে দিয়েছি হিজলের বনে
নাছোড়বান্দা প্রেমিক তবু স্বপ্ন খোঁজে
গীতবিতানের হলুদ পাতায়...

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন