দোঁহা

অদিতির কবিতা

  


উৎসব ও স্বগতোক্তি

সময়ের পিঠে পিঠ রেখে বসে আছে সারি সারি অপারগতা তারই মাঝে দু-একফালি তৃপ্ততার বোধ

ছুড়ে দেয় হাত আকাশের দিকে;

যেন শূন্যের মাঝে নিরর্থ জলকেলি!

দিনান্তে কাছে আসে, দূরে যায় গাছ হয়ে যায় মুহূর্তরা…

তবু কিছু উৎসব কিছু শুভেচ্ছা ব্যক্তিগত হয়ে থেকে যায় অসীমে অলক্ষ্যে, একান্তে।

 

অথচ

একের পর এক কালো দাগ আড়াল করে করে 

শেষটুকু সাদা ধোঁয়ার মতো কুণ্ডলী পাঁকিয়ে উঠলে

আঁতকে ওঠে মানুষ…

চিৎকারে ‘আগুন’ শুনলেই হাওয়ার পারদ বাড়ে;

অথচ তখনও অনাবিলভাবে

ছুঁয়ে আছে ভালোবাসা প্রেয়সীর কর-কমলে…

শুরুর মতো পেলব উন্মাদনা

ইন্দ্রিয়ের আচ্ছন্নতায় শেষবেলাটুকু মুখ গুজে রাখে সব গোপনের ভাঁজে ভাঁজে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন