হেরে যাওয়া
পুড়ব বলেই বেরিয়েছিলাম
কিন্ত বুঝিনি পুড়ে গেলেও
পোড়া ছাই আমায় তাড়া করবে আজীবন।
মেঘলা বিকেলে মন ভারী হয়,
আমায় ভালোবেসে যে বোষ্টমী গান গেয়েছিল
তাকে ফেরাতে পারিনি আজও
তাই আমার আর যাওয়া হল না।
পদ্মপাতায় জলের মাঝে চোখ রেখে
যাকে দেখতে চেয়েছি
সে আমার থেকে দূরে গেছে বারবার,
মাঝে মাঝে প্রশ্ন করি নিজেকে
আমিও কি হেরে যেতেই চেয়েছি সেদিন?
অতীত
চাঁদের পাশে তোমায় দেখে
থমকে গেছে সময়
জীবন শুধু সোনা তো নয়
জ্যান্ত স্মৃতিও জমায়।
পাতার সবুজ চেয়েছিলাম
পেলাম কালো ছাই
কালোর মাঝে আলো খুঁজে
পেলাম লজ্জাই।
মেঘ পিওনের ব্যাগটা আমার
হারিয়ে গেল ভুলে
চিঠির ছেঁড়া পাতাগুলো
কে যে নিল তুলে!
ছড়িয়ে দিল রাস্তায়
আজ আমার দুচোখ ভিজে
অঝোর ধারে ঝরছে শ্রাবণ
তোমায় হারাই নিজে।
বাড়ছে জল আমার চোখে
বাড়ছে জল ড্রেনে
নৌকোটা আজ যাচ্ছে ভেসে
সব শর্ত মেনে।
যেতে যেতে পিছন ফিরে
দেখতে চাইছে তোমায়
ভুল হয়ে যায় আবার আমার
নতুন শব্দ বোনায়।