দোঁহা

দেবাশিস দেবনাথের কবিতা

  


জলাশয়

শহরের শেষ জলা বুজিয়ে ফ্ল্যাট হলো 

কিনেছি সাউথ ফেসিং থার্ড ফ্লোর।নামলে রাস্তার মোড়ে জলাশয় রক্ষার ডেপুটেশনেও সই করি।

একদিন গ্রীষ্মের দুপুরে আচমকা বাড়ি এসে দেখি ডাইনিঙের কাচে ঝাঁকে ঝাঁকে ফড়িংএর ডানা...

বেডরুমে কান পাতি: শোকার্ত মাছেদের কান্না রোল...

ব্যালকনির স্লাইডিংএ একি!

নিশ্চুপ উঠে আসছে ঝিনুক গুগলি...

এপিটাফ লিখবে বোলে জলের অন্ধ পোকারা মার্বেলে বিনীত ছন্দে মাথা ঠুকে ঠুকে খুঁজে যাচ্ছে বুবুনের পরিত্যক্ত স্লেট।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন