সন্তাপ
পুরনো দিনের যেন ক্লান্ত আর্টফিল্ম
দুপাশে ছড়ানো আছে দুখী ধান,কষ্টের খই
খসেপড়া উদ্বাস্তু আলো
তোমাকে তোমার থেকে তুলে এনে অন্য এক নিসর্গে বসাই
অপস্রিয়মান মেঘে লাজুক তারারা হেসে ওঠে
যেন অন্য গ্রহ এক...
কীকরে বোঝাই এই অসমাপ্ত অলীক শহরে
জীবন আসলে এক শুদ্ধ ল্যান্ডস্কেপ
তবু বদলে বদলে যায় মুহূর্তের জ্যামিতিরেখায়
শেষ ট্রেন ছেড়ে গেছে; রেলপথে পড়ে আছে
তাপ ও গতির কিছু ভগ্ন অবশেষ
কোলাহলময়তার কিছু ধ্বংসস্তূপ-
আদর্শ আকাশে নেই জ্যোৎস্নালিপিখানি
ভাঙা একতারা ভেজে সন্তাপের ধারাপাতজলে...
