দোঁহা

ঋভু চৌধুরীর কবিতা


 তোমাকে, এখনো


তোমার কলেজ যাবার পথে
কতবার মনে মনে সঙ্গ নিয়েছি

গাড়ি থামলে, অজানা মেঘের
গায়ে হেলান দিয়ে দাঁড়ায় রোদ্দুর
তোমার যখন নিজেকে খুব একা
লাগচ্ছিল—তুমি জানতেও পারনি

আমি খুব কাছ ঘেঁষে বিষাদের বিষ
থেকে ছেঁকে নিচ্ছি প্রেম ও আগুন



মায়া বিকেলের আলো
তুমি কি জানোনা তাকে
কতখানি কাছে পেতে চেয়ে
প্রতিটি আশ্বিনে আমি
অকাতর কাশ হয়ে ফুটি

ঝরে যাই, অন্ধকারে
তারার মতন

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন