দোঁহা

দেবব্রত রায়ের কবিতা

 


লকডাউনের ওয়েদার রিপোর্ট

ভয় এত যে পবিত্র হতে পারে আগে তা জানাই ছিল না
নিষ্পাপ এই ঝকমকে আবহাওয়ায় একটা মৃত্যু-ভয়-ই যেন ফিরিয়ে দিল শৈশবের কয়েকটা দিন

ওয়েদার-রিভিউতে কেউ দেখছেন আইফেল টাওয়ার, কেউ চীনের প্রাচীর...
এই মুহূর্তে শৈশবের একটা লাইভ-টেলিকাস্ট  আমি দারুণভাবে এনজয় করছি

এত বিশুদ্ধতা কি অস্টিওপরোসিস-ঘাড়গুলোর সহ্য হবে
এত পাঁক, আবর্জনা জমা হয়েছে দীর্ঘ অসুস্থতায়

জঙ্গলের ভিতরে দূরে কোথায় যেন ধামসা-মাদল বেজে উঠছে
বিস্তীর্ণ সবুজ গালচে পাতা ময়দানে চরে বেড়াচ্ছে হরিণ,পায়ে পায়ে বুনো খরগোশ...                              
তবে, মঞ্চে শকুন্তলার প্রবেশের সময় এখনো আসেনি



টারজান আদতে মানুষ

আফ্রিকার ঘন জঙ্গলে টারজান ব্রোকোলির চাষাবাদ শুরু করতেই, বাঁধাকপি গুলোর পিলে ফেটে তাদের আপাদমস্তকজুড়ে জন্ডিসবর্ণ ছড়িয়ে পড়ল

জঙ্গলে টারজানের আশৈশবের সঙ্গী-সাথি বাঘ সিংহরা দূরে দাঁড়িয়ে দাঁত কিড়মিড় করছে কিন্তু, ওরা কেউ-ই  ব্রুটাশকে চেনে না
 
একমাত্র,গরিলা মা-ই উম্মা-উম্মা-শব্দে চুমা ছুড়ে দিচ্ছিলো মানব পুত্রটির উদ্দেশ্যে

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন