দোঁহা

রাহুল দেবের কবিতা



আনন্দ


একা বাঁচা যায়?
যায়।
কত সুবিধা! রঙিন টিভি, ফ্রিজ, মোবাইল, চারচাকা
আরও কত কি!
কিন্তু মনের সংকীর্ণতা! ঘুচবে কিভাবে?
কেন! আমাদের বড় উৎসবে সকলে মিলে চারদিন একসাথে খাওয়া-দাওয়া-হৈহৈ-চৈচৈ।
সরস্বতী পুজোতেও তাই। এছাড়া বছরে দু-চারদিন এদিক-ওদিকে পিকনিক, আনন্দ, উদ্দীপনা, গেট টুগেদার।

কিন্তু কখনই একাসনে রক্তের সম্পর্কের সঙ্গে কোনোদিনই নয়।
কিন্তু এই আনন্দ কতদিন চলবে!
যতদিন সংসার ভাঙছে, ছোট থেকে আরও ছোট হচ্ছে, ততদিন চলছে, চলবে।


গলি
                               
"একলা হয়ে দাঁড়িয়ে আছি তোমার জন্য গলির কোনে..."
ভীষণ পছন্দের ছিল তোমার এই কবিতা।
যেদিন তোমার সাথে শেষ দেখা হয়েছিল গলিতে, ভেবেছিলাম সময় আটকে যাবে।
ভুল ছিলাম। সময় বেরিয়েছে দ্রুত, সাথে তুমিও।
সময়ের কাছে আটকে রইলাম শুধু আমি।
অথচ একসাথে আটকে থাকার কথা ছিল।
তোমারও কি আজ মনে পড়ে অগাস্টের কথা?
যেদিন একটা সম্পর্কের কাছে জিতে গিয়েছিল তোমার রাগ-জেদ-ইগো?
অথচ সেদিনও তো সেই গলিকেই সাক্ষী রাখার কথা ছিল।
একটা সময় তো আমরা দুজনে শুধু গলিকেই সাক্ষী রেখেছিলাম। সেসব বুঝি তোমার আর মনে নেই?

তবে আমরা না রাখি। কেউ না কেউ নিশ্চয়ই গলিকে সাক্ষী রেখেছে গভীর আলিঙ্গন বা চুম্বনে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন