দোঁহা

শোভন মণ্ডলের কবিতা

 



পথ

এই রাস্তায় আলো কম থাকে
রাতেরবেলা ছমছম করে গা
প্রহরে আনাগোনা বাড়ে দুর্বৃত্তের
মেয়েরা নিরাপদ নয়
এড়িয়ে চলে এ পথ
যে ভাবেই হোক

রাত বাড়লে আসর বসে কাছেই
বেলাল্লাপনা সীমা পার করে
হারিয়ে যায় মান-সম্মান

শুধু দেবীপক্ষে শান্ত থাকে পথ
সর্বত্র আনন্দ-জোয়ার
পুজো শেষ হয়ে গেলে উমা
এই পথ দিয়ে কৈলাসে ফিরে যান


চর-পূর্ণিমা

আলো নামে বারিশের মতো
কোমল বাতাসে মেশে মোলায়েম তাপ
কোথাও কি প্রতিযোগিতা লেগেছে নীল আর ঢেউয়ের?
কোথাও কি ফুটে গেছে ফুল
আলাপে শরমে?
যে পাখি বালি মাখে তীরে
ঝরা পালকে  রেখে যায় ভূমির বার্তা
তাকেও পাঠাও খবর

সেই সব দিনে দিনে
তীব্র অপরাধে বোধ নিয়ে
            সাগরে জেগে ওঠে চর

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন