দোঁহা

অভিজিৎ সরকারের কবিতা



উষ্ণতা

রাতের বিছানা জানে শরীরের উষ্ণতা
আমরা কিভাবে এক হয়েও এক হচ্ছি না,

দিন দিন বেড়েই চলছে দূরত্ব,

তাই সম্পর্কের তাপমাত্রা বজায় রাখতে
দেবদারু গাছ দীর্ঘ হলে
আমরা আগাছায় ঢেলে দিয়ে আসি জল।


জল

ভালোবাসলেই আজকাল প্রেমিক হওয়া যায় না
মাঝেমধ্যে ছুঁয়ে দেখতে হয় শরীর,
শরীরের উষ্ণতা বৃদ্ধি পেলে

ডুবে যেতে হয় অগভীর জলে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন