শরীর ১
তোমার হলুদ আলোয় নিজেকে চিনে
নিতে সুবিধা হয় জানি
বাঁকা ঠোঁট, পেটের খাঁজ
এই নিয়ে বিস্তর জলঘোলার পর
অবশেষে আমরা এক বিন্দুতে এসে পৌঁছেছি
ক্ষতস্থান ভরে আছে চুমুর দাগে
এই পর্যন্ত একটা আচ্ছন্নতা
ইচ্ছা না থাকলেও ছাড়তে হয় এক সময়
শরীর ২
তোমার শরীর বেয়ে লিখে রাখি বিরহের গান
অথচ হেমন্তের ধূ ধূ প্রান্তর থেকে উঠে আসার সময়
একটা নদী বলে মনে হয়েছিল তোমায়
পাহাড়ি চড়াই উতরাই পেরিয়ে সমতলভূমি
ঘাসজমি থেকে খুঁটে খাচ্ছে একলা প্রেমিক
তোমার শরীর বেয়ে বিরহের সুরে
এখনো কিছু বিষাদ জমা আছে