দোঁহা

চয়ন দত্তের কবিতা

 


স্নান  

তুমি স্নান সেরে আসো
ফোঁটা জল,
কী আশ্চর্য বেহায়া!
তোমার ঠোঁট
বুক
তিল
আর নীল ছুঁয়ে,  
নেমে আসে নিচে... 

গড়িয়ে পড়ে
বুঝি জলপ্রপাত!
অনন্ত মেঘ। ঝর্ণাপ্লাবন। 

অসহায় আমি, 

শুধু পথ চেয়ে থাকি।



একদিন  

একদিন দুপুরে, বর্ষাবিকেল
কিংবা খুব রাতে,
ঝড় উঠবে হঠাৎ!
জল বাড়বে
আর জোয়ারের তোড়ে
তুমি, আমি, চারদিক
গিয়ে মিশব,
সাগরে।
সাগর। সঙ্গম।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন