দোঁহা

অনীশ ঘোষের গুচ্ছকবিতা

 


সম্পর্ক 

সম্পর্ক একটা কাঁচের দেয়াল,
যেখানে মিশে থাকে অবিরাম প্রতিশ্রুতি
আমাদের কথা কি তবুও রাখতে পারি আমরা?
জীবন সত্যিই বয়ে চলে গর্ভের টানে...
সীমাহীন পারাপারে এই রক্তাভ যাত্রায়
পথ ক্রমে দৃশ্যমান হতে থাকে।
যাবতীয় খেদ শুধু ক্ষয়চক্রে শামিল,
এখনো বীজ খুঁড়ে দেখতে পাওয়া যায় টুকরো কথারা-

মৃত্তিকায় অথবা অন্ধ কবর যাপন কালে...


অবক্ষয়

জন্মানোর আগেই বুঝে গেছি পীতযোনি সন্মন্ধ
বীতরাগ শোকে কখনো মনে হয় আজও দুধদোয়া বিকেল
আমার মতো উন্মাদ ও ক্ষয়ে প্রত্নজীবসমেত বেঁচে আছে।
ডুবে যাওয়া রাত দিনে পালক পুড়ে যায় আগামী অভিকর্ষে
যাবতীয় গোলকধাঁধায় আবর্তিত রাতজাগা কথোপকথন
শিলালেখ পেরিয়ে বিষ, বিষ পেরিয়ে গতজন্মে...



দর্শনচরিত

অবয়ব ছেড়ে গেলে শুধু কথা পড়ে থাকে।
কথা জমতে জমতে হয়ে ওঠে পূণ্যবাণী।
হয়ে ওঠে দর্শন।
দর্শন ছড়িয়ে পড়ে একসময় থেকে এখন পর্যন্ত
বিশ্বময় সেই দর্শনকথাকে,
বহন করে চলেছি আমরা প্রতিনিয়ত।
ভেদ থেকে অভেদ
বর্ণ থেকে অবর্ণে
যেখানে কথামালা মিশে গেছে শিরা উপশিরায়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন