দোঁহা

তৈমুর খানের কবিতা



দেহবাদীর ডায়েরি

দেহবাদী-১

শরীর জেগে ওঠে, ঘন হয় শ্বাস
ইচ্ছেগুলি কাঁপে ছড়িয়ে পড়ে তাপ
রোজ ক্ষুধা পায়, রোজ ক্ষুধা পায়
আমার ভেতর তীব্র এক বাঘ!

মুঠো খুলি, মুঠোর ভেতর নরম মাংস চাই
খোলা কবরীর ঘ্রাণে কোন বসন্ত আসে?
শীৎকারে তার পুষ্পধ্বনি পরাগমোচন করে
শব্দ লেখে, শব্দ লেখে শুধু শরীরময়

স্বরলিপির আখ্যানে নৌকা ভাসমান
একটি জীবন পার করে দেয় দুরন্ত সঙ্গম
দেহই নদী, দেহই সাগর, অথই পারাপার
বাঁধভাঙা উচ্ছ্বাসে সব জ্যোৎস্না ভিজে যায়

হ্রদের পাশে রোজ খুঁজে পাই চাঁদ
এক বিছানায় প্রলাপ গড়াগড়ি
ভাঙা চুড়ির টুকরাগুলি রোজই জমা করি
নিরঙ্গ চুমুরা সব অঙ্গ খুঁজে পায়…


দেহবাদী-২

পোশাক খোলো, পোশাক খোলো
হৃদয় কোথায় আছে?
রক্তমাংসের বিকল্প বুঝিনি
এই দেহ নাও, এই দেহ নাও
দেহের ভেতর মৎস্যগন্ধা
লুকিয়ে রাখো কোন্ কাহিনি?

একটি বাগান, তোমারই বাগান
একটি কুয়ো, তোমারই কুয়ো
আমাকে ফুল তুলতে দিয়ো
আমাকে জল তুলতে দিয়ো

কী মসৃণ তোমার চাতাল
নকশা আঁকা সমস্ত দেয়াল
ঝরনা নামছে পাহাড়ি উৎস
আমাকে একা হাসতে দিয়ো, ভাসতে দিয়ো

কতদিন স্নান করিনি
তোমার নাভির অবগাহনে
এবার আমায় ডুবতে দিয়ো
একটি স্বপন খুঁজতে দিয়ো, বুঝতে দিয়ো…

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন