দোঁহা

অরিত্র দ্বিবেদীর কবিতা

 


আগুন সঙ্গতি

দুখিনি আঁচল তার ভাসিয়েছি জলে
আগুন, আগুন মুঠো, আগুন-কৌশলে
দু'খানি আঁচল তার ভাসালাম জলে।

ভাসাতে ভাসাতে মুঠো বহুদূর নদী
আগুনে ঢালি ঘি, ঘিয়ে আগুন-উন্নতি
ভেসে ভেসে যায় জল, বহুদূরে নদী।

যেখানে জমেছে মুঠো, থামিয়েছি গতি
যেখানে উড়েছে আগ, পুড়িয়েছি নদী
দু'খানি আগুন তার ভাসিয়েছি জলে
আগুন, ঘিয়ের মুঠি, আগুন-কৌশলে  

ভেসে যায় নদীজল পুড়ে যায় মুঠি
আগুনে ভেসেছে ছাই, আগুন-সঙ্গতি।


ময়ূর ছোঁয়া পাপ

...তবু তোমার ময়ূর ছোঁয়া পাপ!
পেখম পাখা পেখম মেলা গাল
নাচছ তুমি বৃষ্টি মেখে গায়
নাচছ তুমি, উড়ছে শীতের শাল

বাজছে শোনো মাদল পেটা স্বর
পেখম পাখা পেখম পাখা সুরে
ছুঁলে আমায় পালক ফেলা ভোর
দেখলে ছুঁয়ে বাদাড়ে নিশিপুরে

ছুঁলে আমার পুরুষাঙ্গ দাগে
আলতো করে বৃষ্টি মেখে গায়
উঠছি নেচে ময়ূর ছোঁয়া দিনে
বৃষ্টি ধুলো বাতাস আঙিনায়

তবু তোমার প্রেমিক সাজা পাপ
তবু তোমার ময়ূর ছোঁয়া পাপ





একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন