অভিমান
একখানা ভালোবাসা পেলে ভালো হত
ধুলো পেতে ধূলোতেই বসে থাকতাম
মাটির হাঁড়ি, মাটির কড়াই
একটা উনান, মিছেমিছি কিছু আগুন
নানা রঙের খেলনা আর মাটির বর-বৌ
আমি ভেঙে ফেলতাম তেলের শিশি
তুমি রাগ করতে, রান্নাই হত না সেদিন
কার অভিমানে, কার চোখে জল
আসত, কে জানে?
ভালোবাসা থাকলে, খুব ভালো হত
তাহলে বুঝতে পারতাম, আর কতদিন বাঁচব।
পঙক্তি
আমি যখন লিখতে বসি
আমার পাশে কেউ
একজন এসে দাঁড়ায়
আমি অনুভব করি
সে আমার কাঁধে
হাত রাখে, হাত
বুলিয়ে দেয় মাথায়
কিছক্ষণ, চুলে, পিঠে
বুঝতে পারি, লেখা
শেষ হয়ে এলে
চেনা পায়ের
শব্দে মিলিয়ে
যায়, হাওয়ায়
এই শেষ পঙক্তিটি
শুধু তার জন্য
ভালো থেকো
আবার এসো।