কোনও মূল্যতালিকা নেই
১.
তেমন কোনও রং ছিল না নির্দিষ্ট
তেমন কোনও আকার
সলতে যেভাবে পোড়ে
ঝলসে যাওয়া পানপাত্র স্তব্ধ হল,
বিন্দু
গানের বলয়ে তা সাঁতার হারানো
গলে পড়ছে রঙিন মলাট
২.
সচেতন রেখে ঢেকে রাখার সমান্তরাল
এক দেহ লতা আঁকড়ে
যদি স্পষ্ট জলতলে মুখ দেখতে পারি
যদি নিজেকেই লিখি এই অক্ষরে হরফে
শ্রোণিপাখনার নিচে, পায়ু পাখনার নিচে
আঁশ বেছে রাখি
অন্য মূল্যতালিকা থেকে
নির্বাচিত পন্যসমগ্র থেকে
তুলে রাখছি সম্ভাবনা
আরও সহজ ওল্টাবো পৃষ্ঠা
গানের গলি যতটা নীরব
কুয়াশা গভীর হয়
তীক্ষ্ণ আলোবিন্দু দেহভাঁজ জানে
বরফঘনক স্যান্ডউইচ ঠোঁট বেয়ে
আয়ু পরিধিতে ড্রপ