দোঁহা

পূর্ণেন্দু মিশ্রের কবিতা

 


ছায়া, রোদ আর বালুতট

তোমার শরীর বালুতট,
তাতে ভেসে ওঠে শিশির ধোয়ানো ভোর,
স্থবির নৌকো।
বিহ্বল চাঁদের আলোয় ছাতিমের সুবাস,
উদ্দাম সঙ্গম, শীৎকার।
ভাষ্কর্যে নগ্ন স্তন।
ও যোনী, যে ঝিনুকের ঠোঁটের মতোই রহস্য করে গোপন।
তাতে লেগে আঠার গন্ধ।
এদিকে রোদ ছায়া, ছায়া রোদ ঠেলে বালুতটে- 
শাল বৃক্ষের মতো ঋজু হয়ে দাঁড়ায় আমার লিঙ্গ। 


স্তনফুল

বয়স ছুঁয়ে তার কুঁড়ি হয়ে এলো,
যেন মরসুমি ফুল।
যেন ঘ্রাণ,যেন বৃষ্টির জলে জাগে-
শাদা ওম।
স্তন ফুল হয়ে ফুটে।
তাতে কত গুঞ্জন,
বয়স এমন যে কুয়াশা ছিঁড়ে-
ঢুকে পড়ে প্লাবনের মাসে।
নরম বিকেল মেখে।
ফুল হয়ে ফুটে, স্তন ফুল হয়ে ফুটে 
তত মধু হয়ে উঠে কিশোরী বয়স।








একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন