দোঁহা

রাহুল রায়ের কবিতা

 

 

শীত 

কাঁথার ভিতর উষ্ণতা 

শহরের শীত ছুঁতে পারবে না


লোকে যেই-যা ভাবছে ভাবুক

তুমি অন্তত ভেবো, 

একঘেয়েমি জীবনে রঙ ছড়িয়েছ


তুমি তো ছুঁয়েছ উষ্ণতা, তুমি জানো


তুমি চলে গেলে, কিভাবে আমি 

নিষ্প্রাণ শীতের মতো ঠান্ডা হয়ে যাই!




ডিসেম্বর 


তোমাকে কি পেয়েছি

ডিসেম্বরে, এ গোপন কুয়াশায়


সকাল হতেই শুধু মনে পড়ে যাওয়া


তোমাকে পেয়েছি আদৌ?

এই ভেবে সমস্ত দিন গেল নির্বাক


অথচ,


রাত বাড়তেই জ্যোৎস্নার মতো

অপূর্ণ অন্ধকারে, তোমাকে ডেকে আনি


ও নগ্ন ঘর বারান্দায়।



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন