আফিম
সেবার এক সংস্থার মহারাজ
ব্যাখ্যা করছিলেন—
পরকীয়া বা হস্ত মৈথুন
কেন গুরু পাপ হিসেবে গণ্য
যারা শুনছিলেন
তাদের কেউ একবারের জন্যও
প্রশ্ন ছুঁড়ে দেওয়ার সাহস দেখালেন না
মহারাজের কথায় আফিম ছিল,
ধর্মের আফিম!
অবৈধ
তোমার গোপন উচ্চারণের মুখে
যা বাধা হয়ে দাঁড়াচ্ছে
একমাত্র তাকেই তুমি অবৈধ বলে জানো