সব জাদু ছত্রাক বিপন্ন
তবু এখনো স্বর্গের দেবতারা বিভৎস অস্ত্র হাতে ঘুরে বেড়াচ্ছে, হত্যাপত্র হাতে নবপ্রেমছায়া হাড় কাঁপানো শীতের মিছিলে পতিতার দুর্বলতা হয়ে যায়,
পৃথিবীতে আদরপ্রপাত এনেছে যে
বিবিধ খরগোশ ছানা তাকে আমি
শূন্যস্থানের থেকে বেশি আপন মনে করি,
উজ্জ্বল আজ সব জাদুছত্রাক
শোকাবহ হয়ে গেছে,
ফুলগুলো সব সন্দেহ করে খোঁপার
এলো ফাঁস
আর লাভ বাইটগুলোকে।
নিত্য চাওয়া-পাওয়া
যেখানে কৃষিজমির হাতের উপর কুয়াশা ভারী যে রহস্য তৈরি করে, ওখানে কেজো জীবন আমাদের, ঝাড়ফুঁকের মতো জাদুবাস্তবতা এফোঁড়-ওফোঁড় করে চলে যায়, ঢেঁকি স্নায়ুর ভারসাম্য রাখতে পারে না, বউনুনের উপর আধশতক বয়েস সেদ্ধ হয়েই চলেছে, আমরা তেপান্তরের গল্প নিয়ে ঘাসজমি অতিক্রম করি, গোরস্থানের আলুলায়িত রোদ
বাইজীর মতো নেচে ওঠে, আমরা নুন লাগা জামা খুলে ইঁদারায় কায়া ধুয়ে তেলেজলে মাতোয়ারা,
আমাদের সকাল-সন্ধ্যে বিলুপ্ত হতে
হয়, আমাদের ধুলো কাদায় তফাৎ খুব
সূক্ষ্ম।
