নীলছবি ও ভারতীয় সংস্কৃতি
১)
এখন সঙ্গহীন খেলা
যেখানে অচ্ছুত কান্না আসে
যন্ত্রণা হেঁটে যায়
ফাল্গুন নামাতে গিয়ে মেয়ে
কালো পিঠে ঘাসবন ছড়ায়
২)
এসো মহাকাল, আড়াল ভাঙো
গোপন তেমন কিছু নেই
গোপন তেমন কিছু নয়
নগ্নতায় সে দুর্বল...
প্রিয় পুরুষের কাছে
সাহসী হয়ে উঠছে
লাভ, সেক্স অওর ধোখা
আলো ভুলে যাও
শিখে নাও অন্ধকার
রাত খুবলে নিক
অশরীরী ভোর
নাভির আশপাশ
বড়রাস্তার গানে
বোতাম খোলার শব্দ
আজ চুপ