দোঁহা

শুভদীপ দত্ত প্রামানিকের কবিতা

 


দাহ

নিবিড়, ঈশ্বরকে দাহ করছে পুনরুত্থানের কামনা 
কামনাকে কি করি
কী সেই পরিত্যক্ত ক্রোধ
হে ভৈরব! 

চোখে পরাভূত হাসির নষ্ট সোহাগ। 

জড়িয়ে ধরি নি দাহ ভূত 
ওঁ
বীজে ঘূর্ণি উদ্ভাস
বেড়ার পাশে উষ্ণ ঠোঁট। 

একাগ্র শুক্র, চিড় জলে ঠোকর দেয় চারজন শয়তান। 


শত্রু মিত্র
 
রক্ত ও রক্ত, মায়ের রক্ত
ত্রিভুজ গ্রাসে গিলে নি লাল কাপড়ের মায়া
হা হা ক্ষমা
হাত জড়ো করে শব্দমাংস কামাখ্যা। 

ওখানে ঘোড়া, শত্রু দেশে মিত্র দেশান্তরী 
অঙ্গে জুঁই খুশি
জৈব আয়ু ডানা ভাঙে বেহদ্দ চক্র
মা দংশন করে মায়ের ভ্রমণ। 

অন্ডে শেষ চোরাটান
খাঁড়ি যৌবনে আঃ রমণ 
                                 ঋষি খান্ডব। 








একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন