দোঁহা

কৌশিক চক্রবর্ত্তীর কবিতা


 
হয়ত ক্ষয়হীন...
বরং আরও ক্ষত দাও
আচারসর্বস্ব দিনে আমি লালন করি দাগ...
এভাবে স্পর্শ গুনি-
                            প্রথাগত...

ঘুমন্ত শহর চায় আরও মেঘ...

সমস্ত রক্তপাত অধিকারবিহীন
প্রকারান্তরে অসম অসুখ...

বেশভূষা ছিঁড়ে নেয় মেঘমুক্ত দ্রোহের আকাশ
কই...
      এদিকে বৃষ্টি নেই আর-

তুমি মেঘ ছোঁও
      এবারেও ক্ষত প্রতিপালনে সাহসী হই আমি...


সুস্থির ছদ্মবেশ 

কী মায়াময় সীমাহীন ঘাম-
টুপ করে ঝরে পড়া বিন্দু
ম্যানহোলে আঁকিবুঁকির দাগ-
হয়ত বিষিয়ে যাওয়া বেড়াজাল ভেঙে
রাতের কুকুরের মুখে চন্দ্রাভিযান...

রাত গেলে অ্যাসিড বৃষ্টি ভাসিয়ে দেয়
অর্জন করা সুস্থির ছদ্মবেশ-
রাস্তা ভিজে
মায়াজম্ কাঁধে তার আলতো দু এক ফোঁটা...

অচেনা ক্লান্তি ঘিরে অপাংক্তেয় ক্যানভাস
ঠিক উঁকিঝুঁকি দিচ্ছে পোশাকী হিপোক্রিট-

কে সাঁতরে যায় অপরিষ্কার পদ্মবন
দেহশুদ্ধির নামে ম্যানহলে প্রবেশ অবাধ।








 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন