দোঁহা

সৈয়দ বদরুল আলমের কবিতা

 


পরিবেদনা 

 

এ কোথায় নিয়ে এলে আজ!

কোথায় নিয়ে এলে যেখানে

পাণ্ডুলিপি জুড়ে বিষন্নচাঁদ

যাবতীয় ক্ষত লুকিয়ে, জ্বেলেছে উনুন...

অব্যক্ত ব্যথায় জর্জরিত শব্দেরা

সুদূর নিষাদে খোঁজে নিরাপদ ঘর!

 

এ কোথায় নিয়ে এলে যেখানে

স্বপ্নে ও জাগরণে-

প্রকাশ ও সংগোপনে–

            স্থবির মেঠো-হিম,

যাবতীয় আলাপের শেষেও

মাপা থাকে দূর–

সন্দিহানে জীর্ণ হয় প্রকৃত পরিচয়!

 

এখন কোথায়?

কোথায় আর বলো-

            ইরা-মেয়ের ক্যানভাস!

            জোনাকি তপোবন!

 

 

প্রসঙ্গ সভ্যতা

 

আর একটু...

আর একটু এগোলেই অষ্টম আশ্চর্য!

যাবতীয় অন্ধকারকে হার মানিয়ে উথলে ওঠা ছলোৎচ্ছ্বল আলো–

হয়ত কল্প-অতীত কোনো সৌন্দর্য নগরীর সিংহদুয়ার,

অসূর্যস্পর্শা কোনো...

 

কিন্তু বিপত্তি আইনস্টাইনে এসে।

সময় অকস্মাৎ বাঁক নিল মহাকাশের বক্রতা কারণে।

ঠিক যেন ঠাম্মার ঘুমপাড়ানি গল্পে

            চিত্রিত রূপকথার ক্লাইম্যাক্সে এসে

রাজকুমার পিছনের পথে হাঁটে।





একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন